/ আসন কমানোর প্রস্তাবে ফুসছে বাগেরহাট, চলছে বিক্ষোভ

আসন কমানোর প্রস্তাবে ফুসছে বাগেরহাট, চলছে বিক্ষোভ

বাগেরহাট ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাবে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা বিএনপি, যুবদল, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিসসহ জেলার প্রায় প্রতিটি রাজনৈতিক দলের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাগেরহাটের দশানী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জর্জ কোর্টের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন পূনর্বহাল রাখার দাবি জানান। অন্যথায় সামনে আরও তীব্র আন্দোলনের হুসিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে বাগেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ শাহ আলম ফরাজি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবের প্রতিবাদ করাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। আয়তনের দিক দিয়ে বাগেরহাট দেশের প্রথম সারির একটি জেলা। এখানে ৪টি আসন একটি সঠিক বিন্যাস ছিল। কিন্তু কোন্ কারনে হঠাৎ এই সিদ্ধান্ত আসল, সেটা আমি বুঝতে পারছি না। তিনি আরও বলেন, শুধুমাত্র জনসংখ্যা বিবেচনায় আসন কমানো কোনভাবেই যুক্তিযুক্ত নয়। বাগেরহাট একটি অবহেলিত জনপদ হওয়ায় এবং কাজের সুযোগ কম থাকায় প্রতিনিয়ত বাগেরহাটের মানুষ জীবিকার চাহিদায় অন্যত্র চলে যাচ্ছে। যার ফলে দিনে দিনে এখানকার জনসংখ্যা কমে যাচ্ছে। তবে এই কারনে যদি আসন কমানো হয়, তাহলে এই জেলাটি আরও বেশি অবহেলিত হবে এবং জনসংখ্যা আরও কমবে। তখন কি সরকার আবারও আসন কমাবে? সুতরাং এটি একটি অবান্তর প্রস্তাব বলে আমার মনে হয়।

বাগেরহাট শহরের ব্যবসায়ী আবুল কালাম বলেন, মোড়েলগঞ্জ-শরণখোলা থেকে মোংলার যে দুরত্ব তাতে একজনের পক্ষে এই বিস্তীর্ন এলাকার উন্নয়ন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। নির্বাচন কমিশনের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

রিক্সাচালক আলমগীর শেখ বলেন, আমি রাজনীতি অত ভালো বুঝি না। তবে একটি জায়গায় ৩জন যতটা কাজ করতে পারবে, সেই একই জায়গায় যদি ৪জন কাজ করে তাহলে তারা বেশি কাজ করতে পারবে। আগে যা ছিল তাতে সমস্যা কি ছিল? বরং এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তারা বাগেরহাটের মত শান্তিপূর্ন যায়গাটিকে অশান্ত করছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। কমিটির প্রস্তাব অনুযায়ী, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনের সীমানা নতুন করে নির্ধারণের সম্ভাবনার কথা জানানো হয়।