খুলনা ভোলা-বরিশাল-খুলনা রুটে গ্যাস সরবরাহ পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনা নাগরিক সমাজ এবং আমরা বৃহত্তর খুলনাবাসী’র উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুলাই ) সকালে খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর নিকট স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর বরাবর পাঠানো হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসীন,সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, নাগরিক নেতা মুনির চৌধুরী সোহেল,আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের
সহ-সভাপতি মো. ওমর ফারুক কচি, মো. মিজানুর রহমান, নাজমুল তারেক তুষার প্রমুখ।
নাগরিক নেতারা বলেন, খুলনাকে যদি সত্যিকারের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে শিল্পায়নের অন্যতম পূর্বশর্ত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। ভোলা থেকে গ্যাস সরবরাহের পাইপলাইন বরিশাল হয়ে খুলনায় পৌঁছে দেওয়ার প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনসংখ্যা ও সম্ভাবনার তুলনায় এই অঞ্চল দীর্ঘদিন ধরে জ্বালানি অবহেলার শিকার। দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন না হলে খুলনার সম্ভাবনা মুখ থুবড়ে পড়বে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন“শিল্প, কল-কারখানা, অর্থনীতি, কর্মসংস্থান—সবকিছুই গ্যাসের ওপর নির্ভর করে। ভোলার অফশোর গ্যাস সম্পদকে খুলনার শিল্পাঞ্চলে কাজে লাগাতে না পারলে এটি হবে জাতীয় সম্পদের অপচয়।”তিনি আরও বলেন “বরিশাল হয়ে পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ হলে দক্ষিণাঞ্চলে একটি শিল্পবিপ্লব সম্ভব। খুলনার মানুষ এ দাবিতে ঐক্যবদ্ধ।”
ভোলা-বরিশাল-খুলনা গ্যাস সংযোগ প্রকল্পটি কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। তবে বাজেট, পরিবেশ ছাড়পত্র ও নির্মাণ কাজ শুরু না হওয়ায় এখনো স্থবির হয়ে আছে। স্থানীয় শিল্প উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও সাধারণ জনগণ বহুদিন ধরেই প্রকল্প বাস্তবায়নের দাবিতে সোচ্চার।