/ খুলনায় জাপা অফিস ভাঙচুর

খুলনায় জাপা অফিস ভাঙচুর

খুলনায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে গণ অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডাকবাংলোয় অবস্থানরত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়।

জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, অফিসে ঢুকে হামলাকারীরা নির্বিচারে ভাঙচুর চালায়। তিনি জানান— “চেয়ার-টেবিল, দরজা-জানালার গ্রিল, সাইনবোর্ডের লোহালক্কড় পর্যন্ত নিয়ে গেছে। শুধু তাই নয়, কাগজপত্রসহ অফিসের প্রায় সবকিছু লুটপাট হয়েছে। এতে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।” তবে ক্ষতির পরও জাপা নেতারা আপাতত কোনো আইনি পদক্ষেপ নিতে চাইছেন না।

গণ অধিকার পরিষদের মিছিল ডাকবাংলো থেকে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে। টায়ারে আগুন জ্বালানো হয় এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রতিকৃতিতেও অগ্নিসংযোগ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে রড, শাবল, চাপাতি, দা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে। সেগুলো সঙ্গে সঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন- “বিকেলে গণ অধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট একইভাবে গণ অধিকার পরিষদের মিছিল ডাকবাংলোয় গিয়ে জাপা অফিস ভাঙচুরের চেষ্টা চালিয়েছিল। তবে তখন পুলিশের বাধার কারণে তা সফল হয়নি। সেইদিনও ফেরিঘাট মোড়ে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে কর্মসূচি চালিয়ে যায় সংগঠনটির নেতাকর্মীরা।