খুলনা মহানগর বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণে রক্তদান কর্মসূচি আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা। খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ তাদের স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে মুক্ত হলেও এখনও পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্যের ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
নারী নির্যাতন ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “বর্তমান সরকার দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে ব্যর্থ, যার ফলে দেশের নারী সমাজ ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী শফিকুল আলম তুহিন জানান, “২০২৪ সালের আন্দোলনে সারাদেশে শহীদ হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ, যার মধ্যে শুধু বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৩৪ জন। প্রথম শহীদ ছিলেন ছাত্রদলের চট্টগ্রামের নেতা ওয়াসিম আকরাম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব খুলনার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, ডা. হুমায়রা মুসলিমা বাবলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।