পূর্বাঞ্চল ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করতে যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের নেতৃত্বাধীন ছাত্রশিবিরের প্যানেলের বিজয়ের মধ্যদিয়ে নতুন ইতিহাস ঘুরতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।
ভোট গণনা শেষে গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে আবু সাদেক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদসহ ডাকসুর ২৮টি পদের বেশিরভাগ পদেই শিবিরের প্রার্থীরা অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ভোট পেয়েছেন এক হাজার ২৭০টি, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই হলে পেয়েছেন ৪২৩টি ভোট। ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আবিদ পেয়েছেন ১৮১ ভোট।
শহীদুল্লাহ হলে সাদিক পেয়েছেন ৯৬৬ ভোট, আবিদ পেয়েছেন ১৯৯টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সাদিক পেয়েছেন ৮৪১টি, আবিদ পেয়েছেন ১৮১টি।
ডাকসুতে নতুন ইতিহাসএদিকে জিএস পদে বিজয়ী এস এম ফরহাদ সুফিয়া কামাল হলে পেয়েছেন ৯৬৪ ভোট, নিকতম প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৫০৭ ভোট। ফজলুল হক মুসলিম হলে ফরহাদ পেয়েছেন ৫৮৯ ভোট, আবু বাকের মজুমদার পেয়েছেন ৩৪১ ভোট। অমর একুশে হলে ফরহাদ পেয়েছেন ৪৬৬ ভোট, বাকের ১৮৭ ভোট পেয়েছেন।