নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া): নড়াইল জেলার নড়াগাতি থানায় বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া মুন্নি খানম (২০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ গত ২ সেপ্টেম্বর দুপুরে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উপজেলা বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কচুরিপানায় ভরা ডোবায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
মুন্নি খানম দক্ষিণ নলামারা গ্রামের সৌদি প্রবাসী শিমুল মিনার মেয়ে ও খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী। এক বছর আগে তার সঙ্গে হৃদয় ইসলামের বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ২৯ আগস্ট মুন্নি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। মঙ্গলবার সকালে মুন্নির মা নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের আগে দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ডোবায় মুন্নির অর্ধগলিত মরদেহ দেখতে পান। মরদেহে কপালে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ওড়না পেঁচানোর চিহ্ন ছিল।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাÐ। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরিবার ও স্থানীয়রা নিহতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।