/ বরগুনা ও ভোলায় নৌবাহিনীর অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ

বরগুনা ও ভোলায় নৌবাহিনীর অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ

নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বরগুনা ও ভোলায় প্রায় ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকারও বেশি।

গতকাল সোমবার বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকারও বেশি বলে জানানো হয়।

অপরদিকে ভোলার মনপুরা উপজেলার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকারও বেশি।

পরে জব্দকৃত সব অবৈধ জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।