ঘরের মাটিতে শেষ দুই সিরিজে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল ভারত। তবে এবার ঘরের মাটিতে অস্ট্রেলিয়া কাছে সিরিজ হারলো ভারত। তিন ম্যাচে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। বুধবার (২২ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করে ২৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ২৭০ রানের জবাবে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারত।টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। এরপর ৩১ বলে ৩৩ রান করে আউট হন হেড। মার্শের ৪৭, আলেক্স ক্যারির ৩৮ ও শন অ্যাবোর্টের ২৬ রানে ভর করে ২৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে হার্দিক পন্ডিয়া ও কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট।২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করে রোহিত শর্মা ও শিবমন গিল। ১৭ বলে ৩০ রান করে রোহিত শর্মার আউটের পর দলীয় ৭৭ রানে ৪৯ বলে ৩৭ রান করে আউট হন আরেক হন ওপেনার গিল।এরপর কোহলি ও রাহুল মিলে রানের চাকা সচল রাখেন। তবে দলীয় ১৪৬ রানে ৫০ বলে ৩২ রান করে আউট হন রাহুল। এরপর দলীয় ১৫১ রানে ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান ক্রিজে আসা অক্ষর প্যাটেল।এরপর দলীয় ১৮৫ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কোহলি ৭২ বলে ৫৪ ও সূর্যকুমার যাদব রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। এরপর হার্দিক পান্ডিয়া ও জাদেজা মিলে লড়াই চালিয়ে যান। তবে দলীয় ২১৮ ও ২২৫ এই দুই ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।এরপর ২৪৩ রানে মোহাম্মদ শামি ও ২৪৮ রানে কুলদিপ যাদব আউট হলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।