/ মনিরামপুরে দালাল, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদকের বিরুদ্ধে কোন আপোশ নেই : মনিরামপুরের নবাগত ওসি

মনিরামপুরে দালাল, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদকের বিরুদ্ধে কোন আপোশ নেই : মনিরামপুরের নবাগত ওসি

থানায় মামলা, জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ভেরিফিকেশ’সহ কোন বিষয়ে একটি টাকা দেওয়া লাগবে না বলে সাফ জানিয়েছেন মনিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন। বুধবার (২জুলাই) রাতে মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বক্তব্যে সময় তিনি এ কথা বলেন।
মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে থানার ওসি বাবলুর রহমান দালাল, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি আরও বলেন, মনিরামপুর উপজেলায় মাদকের ব্যবসায় যারা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এমনকি কোন অফিসারও যদি মাদক ব্যবসায়ীর সাথে জড়িত থাকে এবং তাদের কাছ থেকে একটি টাকা নেয় আমাকে জানাবেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার পদক্ষেপ নেওয়া হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের ব্যাপারে কেউ সুপারিশ না করলে খুশি হবো।
মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর পরিচালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের দাতা সদস্য প্রবাসী ব্যবসায়ী আলী হোসেন ও খন্দকার জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি জি এম ফারুক আলম, সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, শাহিনুর রহমান পান্না, বোরহান উদ্দিন জাকির, বাবুল আকতার, মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।