গতকাল রাতেই যুক্তরাষ্ট্র থেকে ফেরার কথা সাকিবের। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের লিখিত চিঠি পাঠালেও বিসিবি সভাপতি আলোচনায় বসতে চান এই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে। কারণ তার ধারাবাহিক বিতর্ক, বিসিবিকে তোয়াক্কা না করার প্রবণতা চরমে পৌঁছেছে। যা নিয়ে বিসিবির কর্তারা প্রচণ্ড বিরক্ত। সাকিবের সঙ্গে পাপনের আলোচনায় তাই অনেক বিষয় থাকবে।সাকিব আল হাসানকে ঘিরে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বিসিবির চাপে শেষ অব্দি জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে বিতর্কিত চুক্তি থেকে সরে এসেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। তারপরও গতকাল এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেনি বিসিবি। কয়েক বার তারিখ পরিবর্তনের পর আজ দুপুরে দল ঘোষণার সময় চূড়ান্ত হয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল এ তথ্য জানিয়েছেন।মূলত সাকিবের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মিটিং হবে সকালে। এর মাঝে মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচকরা, ক্রিকেট অপারেশন্স বিভাগ ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মিটিং করবেন। এসব শেষেই এশিয়া কাপের দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক।গতকাল রাতেই যুক্তরাষ্ট্র থেকে ফেরার কথা সাকিবের। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের লিখিত চিঠি পাঠালেও বিসিবি সভাপতি আলোচনায় বসতে চান এই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে। কারণ তার ধারাবাহিক বিতর্ক, বিসিবিকে তোয়াক্কা না করার প্রবণতা চরমে পৌঁছেছে। যা নিয়ে বিসিবির কর্তারা প্রচণ্ড বিরক্ত। সাকিবের সঙ্গে পাপনের আলোচনায় তাই অনেক বিষয় থাকবে।গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবিকে না জানিয়ে বেটউইনার নিউজের সঙ্গে বিতর্কিত চুক্তি এবং বারবার শৃঙ্খলা ভঙ্গ করা নিয়ে জবাব দিতে হবে সাকিবকে। বাংলাদেশের টি-২০ দলের নেতৃত্ব নিয়েও কথা হবে দুজনের।ইনজুরির কারণে লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বিকে এশিয়া কাপে পাওয়া যাবে না, এটুকু নিশ্চিত। সোহান, ইয়াসির টুর্নামেন্টের শেষ দিকে ফিট হতে পারেন। তবে লিটন উঠতে পারবেন না আমিরাতগামী বিমানে।এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলকেন্দ্রিক আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের নাম। অভিজ্ঞ এ ব্যাটসম্যান বাদ পড়তে পারেন বলেই গুঞ্জন রয়েছে। সূত্র জানায়, লিটন-সোহানদের ইনজুরির কারণে কিছু পরিবর্তন করতেই হবে টি-২০ দলে। জিম্বাবুয়ে সফরের বাইরে থেকেও ক্রিকেটার নিতে হবে। মুশফিক, মাহমুদউল্লাহকে অবশ্যই আলোচনার অবকাশ রয়েছে। সামনে বিশ্বকাপ রয়েছে, সবমিলিয়ে বর্তমান পরিস্হিতি বিবেচনায় সেরা দলটাই দেয়া হবে।দুই ভায়রা ভাই মুশফিক, মাহমুদউল্লাহর অবস্হান টি-২০ দলে নড়বড়েই বটে। দুজনের একজন হয়তো বাদ পড়তে পারেন। বিশেষ করে ৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহর ফিটনেস, ব্যাটিং দৃষ্টিকটু হয়ে পড়ছে। দলের চাহিদা মেটাতে পারছেন না তিনি। নেতৃত্ব হারিয়েছেন জিম্বাবুয়ে সফরে, সোহানের ইনজুরিতে শেষ টি-২০ তে ফিরলেও ২৭ বলে ২৭ রান করে সমালোচিত হয়েছেন তিনি।নতুন করে টি-২০ দলে ফেরানো হতে পারে সৌম্য সরকারকে। যদিও ‘এ’ দলের হয়ে খেলতে এখন ক্যারিবিয়ানে আছেন তিনি। উইন্ডিজ সফরে তার সঙ্গী সাব্বির রহমানের নামও আলোচনায় আছে। ফিটনেস টেস্ট উতরে গেলে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা যেতে পারে এশিয়া কাপের দলে।