পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর এলাকার মানিক খালি খালে অবৈধভাবে মাছ ধরার সময় দুইটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৫ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমারের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল মানিক খালি এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অনেক জেলে বনের ভেতর পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করতে সক্ষম হন তারা।
আটক জেলেরা হলেন—তহিদুল শেখ (২৫), শহিদুল শেখ (৫০), আলী শেখ (৩০), ফরহাদ শেখ (২৯) ও মহসিন শেখ (৩২)। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে জানা গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এস.সি.এফ রানা দেব বলেন, “সুন্দরবনে বর্তমানে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল। বন বিভাগের নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সম্পদের পুনরুৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময়জুড়ে মাছ ধরা নিষিদ্ধ করে বন বিভাগ। তবে নিয়মিত অভিযান চালিয়েও অসাধু জেলেদের অবৈধ অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।