ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট

ম্যান অব দ্য ফাইনাল সনি

স্পোর্টস রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাব আয়োজিত ওয়ালটন খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি মালিকানাধীন মধুমতি চ্যালেঞ্জার্স। গতকাল মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মধুমতি ৫ উইকেটে রূপসা টাইগার্সকে পরাজিত করে। ফাইনালে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোহাম্মদ আলী সনি। পুরো টুর্নামেন্টে ২০২ রান সংগ্রহ করে ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার জিতে নেন রানার্স আপ দল রূপসা টাইগার্সের আজিজুর রহমান তন্ময়। ফাইনালে রূপসা টাইগার্স আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১২৩ রান। তন্ময় ৪৫ ও হাসান আহমেদ মোল্লা ২৩ রান ছাড়া অন্য কেউ দু’অঙ্কে যেতে পারেনি। বিজয়ী দলের মোহাম্মদ আলী ১৩ রানে ৫টি উইকেট নিয়ে রূপসার ব্যাটে ধ্বস নামান। এছাড়া উজ্জ্বল নেন ১টি উইকেট। জবাবে মধুমতি ১৯.১ ওভারে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের মারুফ অনবদ্য ৪৯, মেহেদী অপরাজিত ২৩ ও কামাল ১৭ রান করে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন। রূপসার হেলাল ৩টি ও পাখি নেন ১টি উইকেট। উল্লেখ্য, খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজিভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গত ৬ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে ফাইনালের মধ্যদিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হলো। অংশগ্রহণকারী অপর দু’টি দল হলো শিবসা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্স। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও একটি ওয়ালটন ফ্রিজ তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। রানার্স আপ দলকে ওয়ালটনের পক্ষ থেকে একটি ওয়ালটন ৩২ ইঞ্চি টেলিভিশন ও ট্রফি দেয়া হয়। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও দেয়া ওয়ালটনের পক্ষ থেকে। এছাড়া এ্যাংকর সম্রাটের পক্ষ থেকে প্রতিটি ম্যাচের দ্বিতীয় সেরা খেলোয়াড়কে এক জোড়া কেডস দেয়া হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, বিআরবি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মাহবুব চৌধুরী, বিশ^াস প্রোপার্টিজের স্বত্বাধিকারি আজগর বিশ্বাস তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুজন আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আহমদ মুসা রঞ্জু প্রমুখ।