খুবির জনসংযোগ পরিচালক করেন যার প্রধম থিম ও নকশা
ঢাকা ব্যুরো থেকে: পদ্মা সেতু উদ্বোধনের পর সর্বাধিক প্রচারিত ও দর্শকনন্দিত হয়েছে আরিচায় পদ্মা-যমুনা ত্রিমুখী সেতু ও করিডোর মহাসড়ক নির্মাণের প্রস্তাব ও থিম নকশাটি। এ পর্যন্ত ভারতের ২টি এবং বাংলাদেশের ৭টি ইউটিউব চ্যানেল এ তথ্য ও নকশার ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রচার করে। দেশের পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালেও ব্যাপক প্রচার পায়। যার ভিউয়ার ২২লাখ। এটি এখন পাবনা, রাজবাড়ি, মানিকগঞ্জসহ দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের কোটি কোটি মানুষের প্রাণের প্রত্যাশা হয়ে উঠেছে। বহুল প্রচারিত, প্রশংসিত ও কাঙ্খিত এই পদ্মা-যমুনা ওয়াই টাইপ (ণ) সেতু বা টানেল নির্মাণের প্রস্তাবটি গত বুধবার ঢাকায় ডিসি সম্মেলনে উপস্থাপন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসন। তিনি যে প্রস্তাব উপস্থাপন করেন তা পাবনা তথা ওই এলাকার মানুষের প্রাণের প্রত্যাশা। জেলা প্রশাসক হিসেবে এই প্রস্তাবটি গুরুত্বপূর্ণ ডিসি সম্মেলনে উপস্থাপনের খবরে ওই এলাকাসহ দেশের মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি যে প্রস্তাবটি উপস্থাপন করেন তা মূলত খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমানের এ সংক্রান্ত প্রস্তাব ও থিমেরই পরিপূরক। আতিয়ার রহমান গত ৫বছর ধরে এই পদ্মা-যমুনা ত্রিমুখী সেতুটি নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বিষয়টি নিয়ে ক্যাম্পেইন করছেন। ২০১৭ সালে পদ্ম-যমুনা ত্রিমুখী সেতু নির্মাণের সম্ভাবনা শীর্ষক তার লেখা জাতীয় দৈনিক উপ-সম্পাদকীয় কলামে প্রকাশিত হয়। পদ্মা সেতু উদ্বোধনের পরপরই তিনি নতুন করে থিম দেন পদ্মা-যমুনা ত্রিমুখী সেতু ও করিডোর মহাসড়ক নির্মাণ প্রস্তাব এবং বিকল্প প্রস্তাব করেন ট্যানেল নির্মাণের। যা এ পর্যন্ত দেশের ৭টি এবং ভারতের ২টি ইউটিউব চ্যানেল সচিত্র প্রতিবেদন প্রচার করে যাচ্ছে।