জিততে হলে অবিশ্বাস্য কোনো গল্প লিখতে হতো। এত অল্প রানের টার্গেট দিয়ে টেস্ট ম্যাচ জেতার রেকর্ড যে নেই। জিতলে সেটা হতো ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে নতুন ইতিহাস। গতকাল দিনের শেষভাগে খালেদ আহমেদের ম্যাজিক স্পেলে কিছুটা আশার সঞ্চার হয়েছিলও। কিন্তু আজ বাংলাদেশের সেই আশায় পানি ঢেলে দিলেন দুই ক্যারিবিয়ান ব্যাটার ক্যাম্পবেল ও ব্ল্যাকউড। তাদের দৃঢ়তায় ৭ উইকেটের বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮৪ রান। কিন্তু সেটা তাড়া করতে নেমে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। স্কোরবোর্ডে মাত্র ৯ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। যা বাংলাদেশকে ম্যাচ জেতার আত্মবিশ্বাস এনে দেয়। এর পুরো কৃতিত্ব খালেদ আহমেদের। নিজের প্রথম দুই ওভারে এই তিনটি উইকেট তুলে নেন এই পেসার। যদিও পরে সফরকারীদের আর কোনো উইকেট দেননি ক্যারিবিয়ানরা।জুটি গড়ে তোলেন ক্যাম্পবেল ও ব্ল্যাকউড। দিনের বাকিটা সময় আর কোনো বিপদ হতে দেননি। দেখেশুনে খেলে তৃতীয় দিন পার করেন। দিনশেষে তাদের রান ৩ উইকেট হারিয়ে ৪৯। ক্যাম্পবেল ২৮ ও ব্ল্যাকউড ১৭ রানে অপরাজিত থাকেন। জয়ের জন্য আজ চতুর্থ দিন করতে হতো ৩৫ রান। আজ সকালে নেমে সেটাও আনায়াসে করে ফেললেন।শেষ পর্যন্ত ক্যাম্পবেল ৫৮ ও ব্ল্যাকউড ২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে।