নওয়াপাড়া অফিস: যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী টেকা নদীর ওপর নির্মিত টেকারঘাট কাঠের সেতু হঠাৎ ভেঙে পড়ায় হাজারো মানুষের ভোগান্তি বেড়েছে। গত রবিবার (২৭ জুলাই) আকস্মিকভাবে সেতুর মাঝ বরাবর ভেঙে গেলে দুই উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
স্থানীয়রা জানান, বহুদিন ধরেই কাঠের এ সেতুটি জীর্ণ-শীর্ণ অবস্থায় ছিল। সেতুর নড়বড়ে কাঠামোর ওপর দিয়েই প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন ও পথচারী ঝুঁকি নিয়ে চলাচল করতেন। রবিবার সেতুটি ভেঙে পড়ার পর এলাকাবাসী অস্থায়ীভাবে জোড়া-তালি দিয়ে সামান্য মেরামতের ব্যবস্থা করলেও বড় ধরনের যানবাহন এখন আর চলাচল করতে পারছে না।
স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মনিরামপুর থেকে অভয়নগরের নওয়াপাড়া শহরে আসতে যে সময় লাগতো ২০-৩০ মিনিট, এখন তা প্রায় দ্বিগুণ হচ্ছে।
মনিরামপুরের এক কৃষক বলেন,“আমরা ফসল বাজারজাত করতে পারছি না। ঘুরপথে যেতে হয়, এতে খরচও বেড়ে যাচ্ছে।”
এক শিক্ষার্থী জানায়,“প্রতিদিন এই সেতু দিয়েই স্কুলে যেতাম। এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। পরীক্ষার সময় হলে আরও বিপদে পড়তে হবে।”
এলাকাবাসী জানিয়েছেন, সেতুর অস্থায়ী মেরামত কোনোভাবেই পর্যাপ্ত নয়। তারা অভয়নগর উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা বলেন,“সেতুটি আমাদের দুই উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মেরামতের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”
ভুক্তভোগীরা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা অভয়নগর উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি সেতুটি পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন।