খুলনা মহানগর কৃষক লীগের কর্মী সভায় বাবুল রানা

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন। নানান প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ এক প্রত্যয়ী এবং সম্ভাবনাময় দেশ। অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরও বাড়বে, বাড়বে সমৃদ্ধি।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর ৩নং ওয়ার্ডে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, নির্বাচনের আর বেশি দেরি নেই, আর মাত্র দুই বছর বাকি আছে। দলকে দ্বন্দ্ব আর কোন্দলমুক্ত করে সামনের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে দলকে শক্তিশালী করতে হলে প্রয়োজন ইস্পাতকঠিন ঐক্য। আ‘লীগকে শক্তিশালী করতে তৃণমূলে সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা । বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান।
কর্মী সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম শাহজাহান কচি। মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর কৃষক লীগ নেতা মো: আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, কানাই রায়, আবু বক্কর সিদ্দিকী বাবুল, মো. আবু নাঈম, মো. সাদ্দাম মিনা, মো. আব্দুল হালিম আকন, মফিজুর রহমান, হাবিবুব রহমান নাজিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সভায় মো. আবুল হোসেনকে সভাপতি ও আনন্দ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড কৃষক লীগের ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। -খবর ঃ বিজ্ঞপ্তির।