করোনার কারণে স্থগিত হওয়া এবারের আইপিএল আবারও শুরু হচ্ছে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে। তবে আইপিএলের বাকি অংশে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান অংশগ্রহণ করছেন না বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।প্রতিবেদনে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বক্তব্যে বলা হয়, আইপিএল-এর বাকি অংশের জন্য সাকিব ও মুস্তাফিজুরকে আমরা ছাড়পত্র দিতে পারব না। কারণ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ রয়েছে। বিশ্বকাপ অভিযান শুরু করার আগে সেই প্রতিযোগিতায় সেরা দল নামাতে চাই। তাই এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আইপিএলের বাকি অংশে সাকিব-মুস্তাফিজকে না পাওয়ার খবরে ইতিমধ্যে চিন্তায় পড়েছে দল দু’টি।করোনার কারণে গত ৪ মে আইপিএল বন্ধ করে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। তবে প্রতিযোগিতার বাকি অংশ এবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অসমাপ্ত আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হতে পারে। ফাইনাল হতে পারে ১০ অক্টোবর।