আইপিএলের ১৫তম আসর শুরু হতে আর বেশি দেরি নেই। সপ্তাহ দুই পরই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টটি। তার আগে আজ রবিবার (৬ মার্চ) টুর্নামেন্ট সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।এবার আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। এর মধ্যে নিজ গ্রুপের দলগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ এবং অন্য গ্রুপের সমানে থাকা দলের বিপক্ষেও দুটি ম্যাচ। বাকি চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ।এ বছর একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে এবার বাংলাদেশি সমর্থকদের নজর সেদিকেই থাকবে।দিল্লির প্রথম খেলা ২৭ মার্চ, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের বিপক্ষে ২১ মে আবারও মুখোমুখি হবে ভারতের রাজধানীর দলটি। চলুন একনজরে দেখে নেই দিল্লি ক্যাপিটালসের খেলার সূচি।

একনজরে দিল্লির খেলার সূচি

২৭ মার্চ – প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স

২ এপ্রিল – প্রতিপক্ষ গুজরাট টাইটান্স

৭ এপ্রিল – প্রতিপক্ষ লখনউ সুপার জয়ান্ট

১০ এপ্রিল – প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স

১৬ এপ্রিল – প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

২০ এপ্রিল – প্রতিপক্ষ পাঞ্জাব কিংস

২২ এপ্রিল – প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস

২৮ এপ্রিল – প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স

১ মে – প্রতিপক্ষ লখনউ সুপার জয়ান্ট

৫ মে – প্রতিপক্ষ সানরাজার্স হায়দ্রাবাদ

৮ মে – প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস

১১ মে – প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস

১৬ মে – প্রতিপক্ষ পাঞ্জাব কিংস

২১ মে – প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স