স্টাফ রিপোর্টার: আগামী সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি এবং তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে আগামী ২-৩দিন তাপমাত্রা ১-২ডিগ্রি বাড়তে পারে। যদিও বর্ষা মৌসুমী বায়ু প্রবাহ বিদায় নিয়েছে তবুও এখনও পুরোপুরি হেমন্তের শুষ্কভাব আসেনি প্রকৃতিতে। আজকাল দেশের দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে খুলনায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহে নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা শেষ হলে এর পরই ধীওে ধীরে তাপমাত্রা কমতে পারে এবং হেমন্ত স্বরূপে প্রতিভাত হবে প্রকৃতিতে।