দল জয়ের দেখা না পেলেও বিপিএলে দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল। মিনিস্টার ঢাকার এই বাঁহাতি ওপেনার পরপর দুই ম্যাচে পেয়েছেন অর্ধশতকের দেখা। একইসাথে আক্ষেপও জাগাচ্ছে তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তামিম।

শনিবার (২২ জানুয়ারি) তামিম প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিমের সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’

ঢাকার টানা ২ পরাজয়, জয়ে ফিরলো চট্টগ্রামঢাকার টানা ২ পরাজয়, জয়ে ফিরলো চট্টগ্রাম
সঙ্গে যোগ করেন পাপন, ‘এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত নয়। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক নয়।’

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল। জিম্বাবুয়েতে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না চোটের কারণে। নাম সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না।