আফগানিস্তানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণ, নিহত ৯ শিশু আফগানিস্তানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণ, নিহত ৯ শিশু
আফগানিস্তানের পূর্বাঞ্চলে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত এবং চার শিশু আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছে।নানগরহর প্রদেশের গভর্নরের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের লালোপার জেলায় খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ি পুরোনো অবিস্ফোরিত মর্টার শেলে আঘাত হানলে বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছে। আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।কয়েক দশকের যুদ্ধ-সংঘাতে আফগানিস্তানে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। যখন এগুলো বিস্ফোরিত হয়, তখন প্রায়ই ভুক্তভোগী হয় শিশুরা।