/ আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলার সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইইডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত।


মুসলিম এইড-এর সহায়তায় ইএসডিও’র বাস্তবায়নে পরিচালিত আইসিআরডিসিভি-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কো-অর্ডিনেটর- হিউম্যানিটারিয়ান এস. এম. মনোয়ার হোসেন ও ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। এছাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য প্রতিনিধি, বিআরডিবি প্রতিনিধি, কৃষি কর্মকর্তা, সিপিপি সভাপতি, ইমাম, ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মৎস্যজীবী, আনসার ভিডিপি প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ মোট ৫০ জন ইউডিএমসি সদস্য সভায় অংশগ্রহণ করেন।


সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ইউনিয়ন পরিষদের ৪ লক্ষ টাকা বাজেট বরাদ্দের বিষয়টি জানানো হয়, যা বিগত বছরের বাজেটের সমান। বাজেট বৃদ্ধি না করার পেছনে আর্থিক সীমাবদ্ধতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। আলোচনায় উঠে আসে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাথমিক প্রতিক্রিয়া এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বরাদ্দ কীভাবে কাজে লাগানো হবে।


সভায় দুর্যোগকালীন বিভিন্ন সমস্যা যেমন, গবাদিপশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্রের অনুপস্থিতি, মনিকখালী স্লুইস গেট অকার্যকর থাকা, খাল দখল ও লিজ ব্যবস্থার অনিয়ম, জলাবদ্ধতা নিরসন, অ্যাম্বুলেন্স সংকট এবং কমিউনিটি ক্লিনিকের জীর্ণ অবস্থা নিয়ে আলোচনা হয়।