নিজস্ব সংবাদদাতা, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘রূপান্তর’-এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স।
সভায় স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের মাঝে বিনামূল্য সরবরাহের জন্য ৩৫০০ পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করা হয় এবং ক্রেতাদের পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে দোকান মালিকদের উৎসাহিত করা হয়। পরিশেষে সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আশাশুনিতে মোট ১০ হাজার পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণ করা হবে। বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিরা স্ব স্ব বাজারে ও ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে আনার স্বচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।