পবিত্র আশুরার মহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, “কারবালার শিক্ষা আমাদের শেখায় কিভাবে অন্যায়ের কাছে মাথা নত না করে ত্যাগের চেতনায় অটল থাকতে হয়। আমরা এমন এক ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকল নাগরিক ন্যায়বিচার ও মর্যাদা পাবে।”
রবিবার (৬ জুলাই) বিকেলে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “আশুরা শুধু শোক নয়, এটি প্রতিবাদের প্রতীক। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের প্রতিচ্ছবি। হযরত হোসাইন (রা.) ও তাঁর পরিবার কারবালার প্রান্তরে যে আত্মত্যাগ করেছেন তা চিরকাল ন্যায়বিচার ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “ইসলামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন আল্লাহর বিধানের শাসন। মানুষের তৈরি বিধান দিয়ে সমাজে টেকসই শান্তি ও ন্যায়ের ভিত্তি গড়া সম্ভব নয়। আমরা চাই বিশ্বনবী (সা.)-এর আদর্শভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র, যেখানে জনগণের অধিকার ও সম্মান রক্ষা নিশ্চিত থাকবে।”
আলোচনায় তিনি জুলাই বিপ্লবকে স্মরণ করে বলেন, “জামায়াতের বহু নেতাকর্মী ফ্যাসিবাদী দমননীতির শিকার হয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে যে ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জামায়াত রচনা করেছে, তা কারবালার আদর্শেরই ধারাবাহিকতা।”
তিনি ২০১৩ সালের গণহত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন— “গণহত্যাকারীরা যদি বিচারহীন থাকে, তবে ফ্যাসিবাদ নতুন রূপে আবার ফিরে আসবে।”
সভায় আরও বক্তৃতা করেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মীম মিরাজ হোসাইন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন প্রমুখ।
বক্তারা আশুরার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, এ দিনটি মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার এক অনন্ত প্রেরণার উৎস। বর্তমান বৈষম্যপূর্ণ রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে কারবালার চেতনা নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।