স্টাফ রিপোর্টার: আশ্বিনের শুরুতে গতকাল খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে এবং তা দুপুরের পর ৩৬ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তাপদাহের ফলে প্রচন্ড গরমে মানুষ অস্বস্তিতে ভোগে। সন্ধ্যা, এমনকি রাতেও দিনের তাপমাত্রার প্রভাব ছিলো।
আজও তাপমাত্রা একইরকম থাকলেও কিছুটা গরম কমতে পারে। আশ্বিন মাসে তাপমাত্রা ধীরে ধীওে কমার কথা। কিন্ত গতকালের তাপমাত্রা ছিলো অনেকটাই অস্বাভাবিক।
এদিকে আবহাওয়া অফিস জানায় আজকালের মধ্যে বঙ্গোপসাগওে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এটি ভারতের ভুবনেশ্বরের উত্তর দিকে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে খুলনা উপকূলে চলতি সপ্তাহের শেষে বৃষ্টি প্রবণতা বাড়তে পারে। গতকাল দেশে তেম কোনো বৃষ্টি হয়নি। রাতে নড়াইলসহ তেরখাদাঞ্চলে কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়।