১৪ বছর আগে ভারতের আহমেদাবাদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গুজরাটের বিশেষ আদালত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকি ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে্ন।

২০০৮ সালের ২৬ জুলাই মাত্র ৭০ মিনিটের ব্যবধানে আহমেদাবাদের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। এতে মোট ৫৬ জন নিহত হন। আহত হন দুই শতাধিক মানুষ।

পুলিশের দাবি, এই ঘটনায় জড়িত ছিলো ইন্ডিয়ান মুজাহেদিন (আইএম) ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (এসআইএমআই)। গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিশোধ হিসেবে এই হামলার পরিকল্পনা করে।

ঘটনার পর ৭৮ জনকে আসামি করে ২০০৯ সালের ডিসেম্বরে শুরু হয় মামলার কার্যক্রম।