ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি। ছবি: সংগৃহীতইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়ার পথে অন্তত ২৭ শরণার্থী অভিবাসী মারা গেছে। স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের উত্তর উপকূলে ঘটনাটি ঘটে । ফরাসি পুলিশ এবং ক্যালাইসের মেয়র নাতাচা বাউচার্ট বিষয়টি নিশ্চিত করেছেন।বিএফএম টেলিভিশনকে মেয়র জানান, মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।স্থানীয় জেলেরা জানিয়েছে, বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় বলেছেন, “ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।” উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই ঘটনাটিকে ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে।