ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দুটি নগরীতে সাম্প্রতিক রুশ হামলায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৪ জন। কিয়েভের প্রসিকিউটররা সোমবার (৪ এপ্রিল) বলেছেন, বেসামরিক নাগরিকদের হত্যার কারণে আরও নিষেধাজ্ঞার বিষয়ে পশ্চিমা দেশগুলো মস্কোকে সতর্ক করেছে।ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রোববারের হামলার উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, শত্রুদের গোলাবর্ষনের ফলে, ওচাকিভ নগরীর ৭ বাসিন্দা নিহত ও আরও ২০ জন আহত হয়েছে।এছাড়া, মাইকোলাইভ নগরীতে একজন নিহত ও শিশুসহ ১৪ জন আহত হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ সোমবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৪০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।