কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্বপালনকালে ১৩ সেনাকে হত্যা করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছিল সেটি সত্য নয় বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউক্রেনের নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির নৌবাহিনী জানিয়েছে, ওই দ্বীপে থাকা সেনারা রাশিয়ার দুটি হামলা প্রতিহত করে। কিন্তু গোলাবারুদ ফুরিয়ে আসায় তারা আত্মসমর্পণ করে। তাদের ক্রিমিয়ার সেবাস্তোপোলে আটকে রাখা হয়েছে।এর আগে ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বের প্রায় সব গণমাধ্যম খবর দিয়েছিল, রাশিয়ার হামলায় ওই ১৩ সেনার মৃত্যু হয়েছে। তাদেরকে মরনোত্তর সম্মাননা দেওয়ার কথাও বলেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদমির জেলেনস্কি।