স্টাফ রিপোর্টার ঃ খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে জামে মসজিদ কমপ্লেক্স-এ ঈদ-উল-ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম জামাতে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় ২য় জামায়াতে দায়িত্বপ্রাপ্ত ইমাম হাফেজ মো: জাকির হোসাইন ইমামতি করবেন।
এছাড়া নগরীর ইকবাল নগর জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। নগরীর ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল পৌনে আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে নয়টায়। শেখপাড়া পুরাতন জামে মসজিদেও সকাল আটটায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে। বসুপাড়া কবরস্থানে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল পৌনে আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায়। সোনাডাঙ্গাস্থ হাফিজনগরের কালেক্টরেট স্কুল মাঠে ওই এলাকার তিন মসজিদের মুসল্লীদের যৌথ উদ্যোগে একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের আলামিন জামে মসজিদ পৌনে আটটায় একটি জামাত অনুষ্ঠিত হবে।
খুবি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ঈদের এ জামাতে নামাজ আদায় করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য মুসল্লিদের ঈদের জামাতে শরীক হওয়ার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ঈদের নামাজে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।
কুয়েট ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত থাকবেন।