বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ইতিমধ্যে ১৬ জন নিহত হয়েছেন। এতে অনেকেই আহত হয়ে হয়ে ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দুর্ঘটনাকবলিত উত্তরার মাইলস্টোন কলেজে এ ঘটনার পর কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। সেখান থেকে আহত ব্যক্তিদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হচ্ছে মাইকে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। কলেজের বিধ্বস্ত ভবন থেকে একের পর এক অ্যাম্বুলেন্স বের হচ্ছে। এখন সেখান থেকে আহতদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হচ্ছে।আহত হয়ে অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এর কাছের জাতীয় বার্ন ইনস্টিটিউট, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেশি বলে ঘোষণায় জানানো হয়েছে।
আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।