/ উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন ছয় উপদেষ্টা

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন ছয় উপদেষ্টা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬৪ জন, যাদের মধ্যে বেশিরভাগই স্কুল ও কলেজের শিক্ষার্থী।


সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় আহতদের দেখতে ছুটে গেছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

দগ্ধদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্ট মোস্তফা সরয়ার ফারুকী, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সেখানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,“আমাদের সব হাসপাতাল প্রস্তুত রয়েছে। প্রয়োজনে বিদেশি চিকিৎসকের সহায়তা কিংবা আহতদের বিদেশে নেওয়ার ব্যবস্থাও করা হবে।”