/ উত্তরার বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ জাতি, রক্ত দিতে ছুটে যাচ্ছেন মানুষ

উত্তরার বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ জাতি, রক্ত দিতে ছুটে যাচ্ছেন মানুষ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় পুরো জাতি শোকাহত। প্রাণহানি ও অসংখ্য শিক্ষার্থীর দগ্ধ হওয়ার ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ শোক ও সহমর্মিতা প্রকাশ করছেন।

দুর্ঘটনায় আহতদের অনেকেই দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ অবস্থায় জীবন বাঁচাতে প্রয়োজনীয় রক্ত জোগাতে সোমবার (২১ জুলাই) বিকেল থেকেই হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে আসছেন শত শত মানুষ।
বার্ন ইনস্টিটিউটের সামনে রক্তদাতাদের দীর্ঘ লাইন দেখা গেছে, যা দুর্যোগকালে মানুষের সহমর্মিতার উজ্জ্বল নিদর্শন।

রক্তদানের ক্ষেত্রে পজিটিভ রক্ত গ্রুপের ডোনার পর্যাপ্ত থাকলেও O-, A-, B- ও AB- প্রভৃতি নেগেটিভ গ্রুপের রক্তের সংকট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংশ্লিষ্টরা অনুরোধ করেছেন, নেগেটিভ রক্ত গ্রুপধারীরা যেন দ্রুত হাসপাতালে এসে রক্ত দান করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করছেন। অনেকেই সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।