/ উদ্বোধনের ৪ বছর পর কলারোয়া উপজেলা মডেল মসজিদে নামাজ

উদ্বোধনের ৪ বছর পর কলারোয়া উপজেলা মডেল মসজিদে নামাজ

নিজস্ব সংবাদদাতা, কলারোয়া (সাতক্ষীরা): পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে কলারোয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু হলো। প্রায় চার বছর আগে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মসজিদটি ব্যবহার উপযোগী ছিল না। এখন মসজিদটি কেবলমাত্র নামাজের জন্য উন্মুক্ত করা হলো।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন এ মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ গত কযেক মাস ধরে দিনরাত বিরামহীনভাবে চলতে থাকে। পূর্বেই মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ১ আগস্ট জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে মসজিদের কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। যা শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে বাস্তবায়িত হলো।


জুম্মার নামাজে শরিক হয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। জুম্মার নামাজে শরিক হন সাতক্ষীরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ ব্যক্তিবর্গ ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।


মসজিদে নারী ও পুরুষ মিলিয়ে ৯০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুক্রবার প্রথম জুম্মার নামাজে অনেক নারী মুসল্লি শরিক হন। শুক্রবার প্রথম জুম্মার নামাজে শরিক হন প্রায় দুই হাজারের অধিক মুসল্লি। জুম্মার নামাজে ইমামতি করেন মাওলানা গোলাম রসুল শাহী।