গতকাল শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন’ার চাম্পাফুল প্রকল্প ইউনিটে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় পিপিইপিপি প্রকল্পভূক্ত অতি দরিদ্র পরিবারের ২৫ জন নারী সদস্যকে ৩০দিনব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষন দেওয়া হয়।
৩০ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কার্যক্রম), পিকেএসএফ এবং প্রকল্প পরিচালক (পিপিইপিপি) ড. শরীফ আহম্মেদ চৌধুরী, মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. একেএম নুরুজ্জামান, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ, আহমেদ মাহমুদুর রহমান এবং জনাব আব্দুল হাকিম, সহকারী প্রকল্প স্বমন্বয়কারী (কমিউনিকেশন) আরাফাত রায়হান, মোঃ তরিকুল ইসলাম, গৃহায়ন প্রোজেক্ট, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী ও প্রসপারিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান।
এসময় উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে ড. একেএম নুরুজ্জামান, মহাব্যবস্থাপক (কার্যক্রম), ড. শরীফ আহম্মেদ চৌধুরী, মহাব্যবস্থাপক (কার্যক্রম), পিকেএসএফ এবং প্রকল্প পরিচালক (পিপিইপিপি)।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥