# যশোরে ২ ঝিনাইদহে ১

স্টাফ রিপোর্টার ঃ বিগত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগের যশোর ও ঝিনাইদহে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে দু’জন এবং ঝিনাইদহের একজনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। আর সুস্থ হয়েছেন ১৬১ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১১ হাজার ৮৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৯৫২ জন।
স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ অর্থাৎ ৭৯৫ জনের মৃত্যু হয়। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়ায় অর্থাৎ ৭৬৩ জন। এছাড়া যশোরে ৪৯০ জন, ঝিনাইদহে ২৬৬, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২১, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়।
খুমেক ল্যাবে ১০ জন শনাক্ত ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শনিবার ২৮২টি নমুনা পরীক্ষার পর ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ১০ জনই খুলনার। খুমেক উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। গতকালকের খুমেক ল্যাবের করোনা শনাক্তের হার তিন দশমিক ৫৪ শতাংশ।