/ এক বছরেও চালু হয়নি রামপালের সেই রেলস্টেশনটি

এক বছরেও চালু হয়নি রামপালের সেই রেলস্টেশনটি

মাদকসেবী ও বখাটেদের আড্ডা

খুলনা- মোংলা রেলপথ চালুর এক বছর পরও বাগেরহাটের রামপাল উপজেলার একমাত্র রেল ষ্টেশনটি চালু হয়নি। চালু না হওয়া ওই ষ্টেশনটি এখন মাদকসেবীও বখাটেদের আড্ডা বসে রাত ১০-১১ টা পর্যন্ত।


জানা গেছে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের যেীথ অর্থায়নে এ রেলপথ নির্মান করা হয়। ২০২৪ সালের ১ জুন বাংলাদেশ ও ভারত যৌথ ভাবে এ রেলপথে আনুষ্ঠানিক ভাবে রেল চলাচলের উদ্বোধন করেন। মোংলা থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত এ রেলপথের মোট ৯৭ কিলোমিটার রেলপথের মধ্যে ১৮ কিলোমিটার রেলপথ রামপাল উপজেলার বুক চিরে বয়ে গেছে। এ ১৮ কিলোমিটারের মধ্যে ভাগা বাজার নামক স্থানে একটি রেল ষ্টেশন নির্মান করা হয়।


এ রেল পথে গত এক বছর ধরে দিনে একবার রেল আসা- যাওয়া করলেও এক দিনের জন্যও এ রেল ষ্টেশনটিতে রেল বিরতি দেয়া হয়নি। সকল সুযোগ সুবিধা থাকা এ ষ্টেশনটি রামপাল উপজেলাবাসির কোনো কাজে আসছেনা। গত ২৯-২০২৫ জুন সন্ধ্যা ৬ -২৩ মিনিটের সময় ওই রেল ষ্টেশনটি ঘুরে দেখা গেছে বিভিন্ন কক্ষের জানালার গøাস ভেঙ্গে বাইরে ফেলে দেয়া হয়েছে। টয়লেটের তালা ভেঙ্গে ব্যবহার করা হচ্ছে। কেউ কেউ ষ্টেশনের ছাউনির উপর উঠে হেটে বেড়াচ্ছে। সারি সারি মোটর সাইকেল রেখে ষ্টেশনে আড্ডা বসাচ্ছে বখাটেরা। বিড়ি সিগারেটের গন্ধে টেকা দায়। চারপাশে নোংরা পরিবেশ। নাম প্রকাশ না করে ষ্টেশনের পাশে বসবাস করে এমন একজন নারী বলেন রাতে অসামাজিক কার্যকলাপ হয়।
এ রেল ষ্টেশনটি দীর্ঘ এক বছর ধরে বন্ধ থাকায় তারা রেল সেবা থেকে বঞ্চিত রয়েছে। এতে এ উপজেলার মানুষ ষ্টেশনটি বন্ধ থাকায় উপজেলার রেল পিপাসু মানুষ বাগেরহাট সদরের চুলকাঠি , কাটাখালি ও মোংলার দিগরাজ রেল ষ্টেশনে গিয়ে রেলে উঠছে । এতে এ উপজেলার মানুষের রেল সুবিধা পাইতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।


খুলনা- মোংলা রেলপথ প্রকল্পের একটি সুত্র জানায় লোকবল সংকটের কারনে এ ষ্টেশনটি চালু করা যায়নি। তবে লোকবল নিয়োগ করে ষ্টেশনটি চালু চালুর উদ্যেগ নেয়া হবে। সুত্র বলছে এ ষ্টেশনটিতে যাত্রী সুবিধা থাকা সত্তেয় চালু না হওয়ায় রেল কর্তৃপক্ষ দুঃখ পকাশ করছে।
জানা গেছে দেশ স্বাধীনের পুর্বে খুলনা-মোংলা রেল পথের জন্য ভুমি অধিগ্রহন করা হয়। দেশ স্বাধীনের পর একর পর এক সরকার বদল হলেও আওয়ামীলীগ সরকার ছাড়া আর কোনো সরকারই এ রেলপথ নির্মানের উদ্যেগ নেয়নি। বিগত আওয়ামীলীগ মোংলা বন্দরকে গতিশীল করতে এ রেলপথ নির্মানের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে এ রেলপথ নির্মান করা হয়। গত বছরের জুন মাসে মোংলা থেকে খুলনা হয়ে বেনাপোল পর্যন্ত ৯৭ কিলোমিটার রেলপথ উম্মুক্ত করা হয়।


এ ব্যপারে খুলনা- মোংলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে জানতে চেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল গ্রহন না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই প্রকল্পের অণ্য একজন কর্মকর্তা বলেন লোকবলের অভাবে ওই ষ্টেশনটি চালু করা যাচ্ছেনা। লোকবল নিয়োগের প্রক্রিয়া শেষ করে দ্রæত চালু করার উদ্যেগ নেয়া হবে।