ফিরতি দেখায় হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় চেলসিকে টপকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের সেই ম্যাচ দেখে রিয়ালের খেলার ধরনের সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এর ঠিক পরের দিনই নিজেদের মাঠে ফ্রাংকফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেয় তার দল।গত পরশু জাভিকে খোঁচা মেরে সেই ইস্যু আরও গরম করে দেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনে নিজেদের খেলার ধরন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন জাভি। জানালেন এক ম্যাচ হারের ফলে কোনোভাবেই খেলার ধরন বদলাবেন না তিনি। আজ না হোক কাল ফল আসবেই।জাভি বলেন, ‘এভাবে খেলেই আমরা পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। ফলের ওপর ভিত্তি করে তা লুকানোর প্রয়োজন নেই। আমরা যা করছি তাতে বিশ্বাস রাখতে হবে ও উন্নতি করতে হবে। বার্সা ইতিহাস বলছে, এটাই আমাদের মডেল। শুধুমাত্র একটি ম্যাচের কারণে আমরা আমাদের ডিএনএ বদলাচ্ছি না। ফল আসবেই, আমার অধীনে না হলেও পরবর্তী কোচের সময়ে আসবে।’আজ নিজেদের মাঠে কাদিজের বিপক্ষে নামবে কাতালানরা। ইউরোপা লিগ হারের ফলে ট্রফিশূন্য মৌসুমের পথে হাঁটছে বার্সা। যদিও লিগ এখনো শেষ হতে বাকি আছে। তাই আশা হারাচ্ছেন না জাভি। তিনি বলেন, ‘খুব কঠিন হলেও এখন আমরা লা লিগার জন্য লড়াই করবো। আমি গর্বিত যে মেজাজে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমাদের ভুলগুলো কমিয়ে আনতে হবে।’