দেশে করোনায় গত এক সপ্তাহে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭১.২ শতাংশ টিকা নেননি। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় ২২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে টিকা নেনটি ১৬১ জন, যার শতকরা হার ৭১.২ শতাংশ। আর টিকা নিয়েছিলেন ৬৫ হন বা ২৮.৮ শতাংশ। টিকা নেওয়াদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ২৫ জন। আর বাকি ৪০ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন। সর্বশেষ সোমবার (৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।