বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ একঝাঁক শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষা সফরের গন্তব্য ছিল ঐতিহাসিক বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী (রহ.) মাজার।
সফরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। তিনি বলেন, “একজন ছাত্রের জীবন গঠনে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই যথেষ্ট নয়, ইতিহাস-ঐতিহ্যের সাথে সংযোগ, নৈতিকতা এবং চরিত্র গঠনের দীক্ষাও জরুরি। এ ধরনের সফর শিক্ষার্থীদের চিন্তা ও চেতনার জগতে নতুন দিগন্ত উন্মোচন করে।”
শিক্ষার্থীরা প্রাচীন ইসলামী স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি খান জাহান আলী (রহ.) এর জীবনাদর্শ সম্পর্কে অবগত হন। সফরের অংশ হিসেবে নানা ধরণের খেলাধুলা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে।
উক্ত শিক্ষা সফরে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরফাত হোসেন মিলনের সার্বিক দিকনির্দেশনায় ও সেক্রেটারি রাকিব হাসানের তত্ত্বাবধায়নে আরো উপস্থিত ছিলেন অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, অর্থ সম্পাদক আসিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আদান মল্লিক যুবরাজ, আইন সম্পাদক আব্দুর রশিদ, মাদ্রাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।