করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটির বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিনগুলোতে পরিবর্তন আনতে হবে কি না, তা বলার সময় এখনো হয়নি।

শুক্রবার (৩ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, স্বামীনাথন আরও জানান, ওমিক্রন প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠবে কিনা তা ভবিষ্যদ্বাণী করা অসম্ভব।

তিনি বলেন, আমাদের কতটুকু উদ্বিগ্ন হওয়া উচিত? আমাদের প্রস্তুত এবং সতর্ক হতে হবে, আতঙ্কিত নয়। কারণ আমরা এক বছর আগের তুলনায় ভিন্ন পরিস্থিতিতে আছি। আমাদের অপেক্ষা করতে হবে।