নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট): বাগেরহাটের কচুয়া উপজেলায় বিজয় চত্বর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভা শেষে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান ফিতা কেটে উদ্বোধন করেন বিজয় চত্বর পার্কের।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম আবু নাওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আরও বক্তব্য দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নাওশাদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ,কৃষি অফিসার আকাশ বৈরাগী,শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিশংকর পাইক,সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন,কচুয়া প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয় চত্বর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ইউএনও কেএম আবু নাওশাদকে সঙ্গে নিয়ে বিজয় চত্বরের স্থায়ী ও অস্থায়ী স্টল পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক পাবলিক লাইব্রেরি, অফিসার্স ক্লাব, শিল্পকলা একাডেমিসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এর আগে তিনি কচুয়া-বারুইখালী সড়কে তালের চারা রোপণ করেন।
জেলা প্রশাসকের আগমন ও বিজয় চত্বর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যা ৬টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।