/ কপিলমুনিতে প্রধান সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

কপিলমুনিতে প্রধান সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

পলাশ কর্মকার, কপিলমুনি (খুলনা): খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কপিলমুনি এলাকায় কয়েকটি মোড় সরলীকরণের নামে কাজ না করে রেখে দেয়ায় দীর্ঘদিন বেহাল দশায় পড়ে আছে। এমন চিত্র দীর্ঘ দিনের হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিনিয়ত এসব মোড়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। সড়কের বিভিন্ন স্থানের মোড় গুলোর বিরাট অংশ জুড়ে ইট পাথর উঠে গিয়ে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পাশাপাশি রাস্তার উপর কংক্রিটের, নুড়ি ছড়িয়ে সিটিয়ে পড়ে আছে। এসব স্থানে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার বহু স্থানে মোড় থাকলেও সড়কটির গোলাবাটি মোড়, মুচির পুকুর, ও কপিলমুনির ফকিরবাসা মোড় দিয়ে চলাচল করা মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এই তিনটি মোড়ে দুর্ঘটনা ঘটছে। বেশ কয়েক দিনের ভারী বর্ষায় ওই জায়গাগুলোতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোন কোন দিন ওই গর্তে যানবাহন দেবে গিয়ে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়, ফলে দুর্ভোগের সীমা থাকে না মানুষের।

জানা যায়, ৩/৪ বছর পূর্বে গুরুত্বপূর্ন এ সড়কটির সংস্কার কাজ শুরু হলে সড়ক সরলীকরণের জন্য এই মোড়গুলো সংস্কার না করে রেখে দেয়া হয়। পরবর্তীতে দীর্ঘদিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে এসব স্থানে সড়ক সরলীকরণ প্রকল্পের বাস্তবায়ন হয়নি, ফলে মোড় গুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যদিও খুলনা মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষের মাঝে মধ্যে এসব স্থানে ইট বালু ফেলতে দেখা গেলও ভারী যানবাহন চলাচলের কারণে তা টিকে থাকতে পারছে না।

চলতি বর্ষা মৌসুমে সড়কের উল্লেখিত স্থানগুলো খানা খন্দে পরিণত হয়ে পানি জমে ছোট ছোট জলাশয়ে রুপ নিয়েছে। এসব বিপদজনক মোড় সরলীকরণ বা সংস্কার না করালে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে বলে অনেকের অভিমত। দেশের হিমায়িত খাদ্য উৎপাদনের অন্যতম আধার পাইকগাছা উপজেলার কপিলমুনি পাইকগাছা প্রধান সড়কের এই বিপদজনক মোড় গুলো কবে নাগাদ সংস্কার বা আদৌ সরলীকরণ করা হবে কিনা এমন প্রশ্ন এখন এই বৃহত্তর এলাকার ভুক্তভোগী অসংখ্য মানুষের।