/ কপিলমুনির কৃষকরা আমন চাষে ব্যস্ত

কপিলমুনির কৃষকরা আমন চাষে ব্যস্ত

নিজস্ব প্রতিনিধি, কপিলমুনি (খুলনা): কপিলমুনিসহ পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। শ্রাবন মাস শেষ হতে চলেছে। এখনও অনেকে বীজতলা তৈরী করতে পারেনি।

কপিলমুনিসহ পার্শ্ববর্তী গ্রামে আমন ধানের চারা তৈরির কাজ চলছে পুরোদমে। জলবায়ু ও আবহাওয়া অনুক‚লে থাকায় বীজতলার কাজ পুরোদমে চলছে।

কাজীমুছা গ্রামের বর্গা চাষী কৃষক শেখ আকবর আলী ও প্রতাপকাটি গ্রামের কৃষক হরেন এবং জমির মালিক রাহুল বিশ্বাস জানান, আমন মৌসুমের শুরু থেকে বৃষ্টি থাকায় বীজতলা তৈরী করতে কোন প্রকার কষ্ঠ করতে হয়নি। বলেন, সময়মত বৃষ্টি হওয়ায় বীজতলার তৈরী করতে পেরেছি। চারা ভাল হলে নতুন করে বীজতলা তৈরী করে চারা উৎপাদন করার প্রয়োজন হবে না।