করোনা ভাইরাসে দেশে ফের মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। গত এক দিনেই আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া একই সময়ে আরো ২ হাজার ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত ৭৬ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সব মিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৫৪ জন। আর শনাক্ত বেড়ে দাঁড়াল ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন নতুন করে আরো ১ হাজার ৭৪৯ জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তখন বাংলাদেশেও বেড়েছে সংক্রমণ। কিন্তু এ নিয়ে মানুষের মাঝে কমে এসেছে সচেতনতা। ফলে মাস্ক পরার বিষয়ে কঠোর হতে যাচ্ছে সরকার। এজন্য অভিযানে নামতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।