করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন শুরু হয়, সেই সময়ের সংক্রমণের মূল তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমনটি জানিয়েছেন চীনে করোনা ভাইরাসের উৎস সন্ধানে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দলের একজন সদস্য ।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে, সে সময়কার ১৭৪টি সংক্রমণের তথ্য মূল তথ্য চেয়ে আবেদন করেছিল ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল। কিন্তু তথ্যের বদলে তাদের শুধু সারমর্ম দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্য ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডমিনিক ডিওয়ের।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, আগামী সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দলের প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশিত হতে পারে।

এরা আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে শুক্রবার বলা হয়, চীন সংক্রমণের মূল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিতে প্রত্যাখ্যান করেছে।