স্টাফ রিপোর্টার ঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও রূপসা এই ৪টি থানা এলাকায় গতকাল শুক্রবার থেকে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ ছিল। আগামী ১০ জুন পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
তবে কাঁচা বাজার ও মুদি দোকান বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। হোটেল-রেস্তোরাঁগুলো শুধুমাত্র প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে।
খুলনায় জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি গত ২ জুন সভা করে এই নির্দেশনা দেয়।
কমিটির সভাপতি খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন জানান, সকলকে মাস্ক পরা, ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে দোকান বন্ধ করা নিয়ে খুলনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, দোকানপাট বন্ধ করায় লোক সমাগম কম হবে এবং করোনার সংক্রমণ কিছুটা হলেও কমবে। আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, সব করোনা কি দোকানে? দোকান বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন।