/ কলাপাড়ায় নারীকে পিটিয়ে জখম

কলাপাড়ায় নারীকে পিটিয়ে জখম

কলাপাড়া (পটুয়াখালি)প্রতিনিধি: কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে মরিয়ম (৫০) নামে এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় মজিবর মাঝি ও কামাল পেদার বিরুদ্ধে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। গতকাল সকালে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মরিয়ম বলেন, বেশকিছু দিন আগে আমার বড় ভাই মজিবর মাঝির কাছে পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিতে বললে সে আমাকে একদফা মারধর করে। পরবর্তীতে স্থানীয় শালীসগনদের মধ্যস্থতায় আমাকে জমি বুঝিয়ে দেয়া হয়।

গত বৃহস্পতিবার সকালে আমার ভোগ দখলীয় জমিতে আমার ভাই মজিবর(৫৫) ও কামাল পেদা (৬০) জোর করে জমি চাষবাদ শুরু করে। এসময় আমি তাদের বাধা দেই। একপর্যায়ে মজিবর ও কামাল পেদা আমাকে মারতে থাকায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। পরে আমার ছেলে আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কামাল পেদা বলেন, আমি ও মজিবর মরিয়মকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ নাটক সাজিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।