/ কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক।

তিনি বলেন,”জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি গাছের চারা রোপণের পর এটি বেড়ে ওঠার জন্য সচেতন ও আন্তরিকভাবে কাজ করতে হবে।”

‘বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই কর্মসূচির আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ, তানজিল জামান জয়, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

কামাল হাসান রনি জানান,“প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। লক্ষ্য হলো কলাপাড়াকে আরও সবুজ ও বাসযোগ্য রাখা।”

আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে কলাপাড়ার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, নদীর পাড় ও খোলা জায়গায় ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় গাছ লাগানোর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।