দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়েতে খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হচ্ছে টাইগারদের এবারের মিশন। হারারেতে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে কাল (বুধবার) বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ৫ টেস্টের সবক’টিতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এরমধ্যে সবশেষ দেখায় গতবছর দেশের মাটিতে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারায় টাইগাররা।তবে এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ দীর্ঘদিন পর তাদের দেশে খেলতে গিয়েছেন মুমিনুলরা। দলের অনেকেরই নেই জিম্বাবুয়েতে খেলার অভিজ্ঞতা। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হতে পারে ডোমিঙ্গো বাহিনীর।যদিও সপ্তাহখানেক আগে জিম্বাবুয়েতে পা রেখেছে বাংলাদেশ। দুইদিন অনুশীলন শেষে খেলেছে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচও। সাকিব-মাহমুদউল্লাহদের প্রস্তুতিটা একেবারে খারাপ হয় নি।অন্যদিকে, কাগজে কলমে অপেক্ষাকৃত দুর্বল হলেও নিজেদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে দীর্ঘদিন জয়ের মুখ না দেখা টেইলর-শেন উইলিয়ামসরা প্রস্তুত নিজেদেরকে উজাড় করে দিতে।